মানুষের বাড়ি কি তার আচরণ ও মানসিক বিকাশের উপর প্রভাব ফেলে? কম স্কয়ারফুটের ছোট বাসা তৈরির সময় কোন কোন বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিৎ? এসব নিয়েই আলোচনা করেছেন ড. নাইমা খান, সহযোগী অধ্যাপক , স্থাপত্য বিভাগ, বুয়েট।
বাড়ি বানাতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য একটি পরিপূর্ণ ওয়েব পোর্টাল- হোম বিল্ডার্স ক্লাব। একটি বাড়ি নির্মাণের পেছনে জড়িয়ে থাকে হাজারও গল্প। তবে বাড়ি তৈরি করতে গিয়ে পদে পদে নানা ধরণের প্রতিবন্ধকতার মুখোমুখি হই আমরা। এর মূল কারণ হচ্ছে সাধারণ মানুষের মাঝে বাড়ি তৈরির নিয়ম নীতি সম্পর্কে ধারণার অভাব। সেই অভাব পূরণের লক্ষ্যে যাত্রা শুরু করেছে হোম বিল্ডার্স ক্লাব। আমাদের রয়েছে একদল দক্ষ বিশেষজ্ঞ প্যানেল। এখানে আপনি একটি বাড়ি তৈরির যাবতীয় তথ্য, পরামর্শ ও সাহায্য পাবেন।