সারা দেশে যাতায়াতকারী প্রায় ৫২টি ট্রেন চলাচল করে শাসনগাছা রেলক্রসিং দিয়ে। কিছুক্ষণ পরপরই রেলক্রসিংয়ের সড়ক আটকে ট্রেন যাওয়ার কারণে সৃষ্টি হতো যানজট। সারা দিন ধরেই ঘণ্টার পর ঘণ্টার মানুষকে জ্যামে বসে থাকতে হতো শহরের পশ্চিমদিকের এই প্রবেশমুখটিতে। এমন জনদুর্ভোগ থেকে পরিত্রাণ পেতে এখানে নির্মিত হয় কুমিল্লা জেলা শহরের প্রথম রেলওয়ে ওভারপাস, যেটি পরিচিত ‘শাসনগাছা ফ্লাইওভার’ নামে।