বাড়ি নির্মাণে সম্ভাব্য আইনি বাধাবিপত্তি

আর কিছুদিন পরই অবসরে যাবেন আলতাফ সাহেব। কয়েক বছর আগে একটি জায়গা কিনেছেন ঢাকাতে। অবসরের সময় একটি বড় পরিমাণ অর্থ পেলেই নিজের মতো করে একটি বাড়ি তৈরি করতে চান। কিন্তু বাড়ি তৈরির আইনি ঝামেলার কথা ভেবে তিনি সবসময়ই কিছুটা সিদ্ধান্তহীনতায় ভোগেন।

ঢাকা শহরে একটি জরিপ চালালে এরকম গল্প শোনা যাবে প্রায় প্রতিটি পরিবারেই। ঢাকা শহরে জমি বা নির্মাণের খরচটা একটু বেশির দিকে হলেও সাধারণ মানুষ ভবন নির্মাণে আগ্রহ হারায় মূলত পদে পদে আইনি জটিলতার কথা চিন্তা করেই।

ভবন নির্মাণের কিছু সুনির্দিষ্ট পদক্ষেপ রয়েছে। প্রতিটি পদক্ষেপের জন্য নির্দিষ্ট কিছু আইন রয়েছে। এগুলোকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। 

১। জমি সংক্রান্ত আইনি প্রক্রিয়া

২। নির্মাণ সংক্রান্ত আইনি প্রক্রিয়া

দুটি ভাগের বিভিন্ন পদক্ষেপ এখানে ধাপে ধাপে পর্যালোচনা করে আমরা একটি তালিকা তৈরি করতে পারি। চলুন সেটি দেখে নিই।

জমি সংক্রান্ত আইনি প্রক্রিয়া

জমি কেনা ভবন নির্মাণের প্রথম পদক্ষেপ। আইনি প্রক্রিয়ার কথা বিবেচনা করলে এটি আসলে সবচেয়ে বেশি সমস্যাপূর্ণ ধাপ। জমি ও জমির মালিকানা সংক্রান্ত ব্যাপারে আইনি ঝামেলা থেকে মুক্ত থাকতে হলে আপনাকে জমি কেনার আগে থেকেই সতর্ক হতে হবে। জমি কেনার চেকলিস্টটি মূলত এরকম:

জমির তথ্য সংগ্রহ

জমি কেনার আগে জমি যে এলাকায় অবস্থিত সেখানে নিজে চলে যান কিংবা লোক পাঠান কিছু তথ্য সংগ্রহের জন্য। এটিকে আপনি যাচাই বা সার্ভে ধরে নিতে পারেন। এই ধাপে আপনাকে যা যা জানতে হবে তা হলো:

১. জমির জন্য সিটি কর্পোরেশন/পৌরসভা/ইউনিয়ন পরিষদের প্রদত্ত প্লট নম্বর।

২. মালিকের নাম (বর্তমান এবং পূর্ব)

৩. মালিকানার স্থায়িত্ব (সম্ভব হলে আগের মালিকের নাম, মালিকানা পরিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস এবং এবং সময়কাল)

৪. ঠিকানা (সকল রোড নম্বর এবং ডাক নম্বরসহ)

এরপর আপনাকে যেতে হবে সিটি কর্পোরেশনে বা পৌরসভায়। এখানে সংরক্ষিত ডেটাবেজে থাকা তথ্যের সাথে মিলিয়ে তথ্যের সত্যতা সম্পর্কে নিশ্চিত হয়ে নিন।

দলিল নিরীক্ষণ

খোঁজ নেবার পরে আপনার দরকার হবে কাগজে-কলমে স্বচ্ছতা নিশ্চিত করা। জমির ক্ষেত্রে আইনি কাগজ হচ্ছে জমির দলিল। কেনার আগে বর্তমান দলিল সত্য ও প্রযোজ্য (Valid) কিনা তা যাচাই করে নিতে হবে। 

এই ধাপে যা যা করতে হবে-

১. বিক্রেতার কাছে দলিল দাবি করুন ও ফটোকপি সংগ্রহ করুন।

২. এই কপি ও খতিয়ান নাম্বারসহ চলে যান সাবরেজিস্ট্রি অফিসে। সেখানে নির্ধারিত ফি’র বিনিময়ে মূল দলিলের একটি কপি সংগ্রহের সুযোগ রয়েছে। সেটি হয়ে গেলে আপনার ফটোকপির সাথে সেটি মিলিয়ে নিন। 

৩. জমি যদি উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত হয়, সেক্ষেত্রে দলিলের মতো একটি বণ্টননামাও থাকে। সেটিও বৈধ কিনা সাব-রেজিস্ট্রি অফিস থেকে জেনে নিন। 

৪. জমির দলিল থাকা সত্ত্বেও জমি বন্ধক বা ইজারা থাকতে পারে। জমি বন্ধক বা ইজারা থাকলে তা বিক্রয় করা যায় না। সেটি আছে কিনা জানার জন্য সাব-রেজিস্ট্রি অফিসে জমির দায়মুক্তির তথ্য পাওয়া যায়। এটি ১০ বছরের জন্য যাচাই করা যায়। 

৫. খতিয়ান ও পোর্চা মিলিয়ে নিন। এই তথ্যগুলি থাকে সরকারি তহসিল অফিসে। খতিয়ান ও পোর্চা অনেক সময় রেকর্ড আপডেট করলে ভুল থাকে। সেটির ব্যাখ্যাও থাকতে হবে।

জমি কেনা

এবার আপনার জমিটি নিজের করে নেওয়ার পালা। এখানে আপনাকে যা যা করতে হবে তা হচ্ছে:

১. নতুন দলিল তৈরি করুন। সেখানে মালিকানা পরিবর্তনের জন্য সকল শর্ত এবং অর্থনৈতিক লেনদেনের ব্যাপারে পরিষ্কারভাবে শর্তাদি লিখুন। একজন ভূমি আইনে দক্ষ আইনজীবীর সহায়তা নিন।

২. নিজের নামে রেজিস্ট্রি করতে হবে আপনার জমি। সাব-রেজিস্ট্রি অফিসে প্রদত্ত নির্দেশনা অনুসরণ করে জমির দামের বিপরীতে নির্ধারিত রেজিস্ট্রি ফি পরিশোধ করে জমির রেজিস্ট্রেশন করুন।

৩. মিউটেশনের মাধ্যমে নতুন দলিলের প্রযোজ্যতা ও পুরাতন দলিল বাতিলের বিষয়টি নথিভুক্ত করান। খতিয়ান ও পোর্চা রেকর্ডেও মালিক হিসাবে যে আপনার নাম এসেছে সেটিও আবেদন করে নিশ্চিত করুন। মিউটেশনের জন্য নামজারি জমাভাগ প্রস্তাবপত্র, ডুপ্লিকেট কার্বন রশিদ এবং মিউটেশন খতিয়ান সংগ্রহ করে নিন আপনার কাজ শেষ হলে। 

নির্মাণ সংক্রান্ত আইনি প্রক্রিয়া

জমির পরে শুরু হবে ভবন নির্মাণ প্রক্রিয়া। এখানে মোট তিনটি ধাপে আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে। মনে রাখবেন, নির্মাণে আইনি প্রক্রিয়া না মানা হলে আপনার ভবন বা তার নিয়ম বহির্ভূত অংশ যেকোনো সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভেঙে দিতে পারেন অথবা ভবনের অনুমোদন বাতিল করতে পারেন। এখানে যেসকল ধাপে নিয়ম মানতে হবে তা হচ্ছে:

ভবনের নকশা

আপনার জমি যদি সিটি কর্পোরেশনের আওতাধীন হয়, তাহলে নকশা করার জন্য অবশ্যই আপনাকে লাইসেন্সধারী স্থপতির সাহায্য নিতে হবে। নকশায় স্থপতির স্বাক্ষর না থাকলে ভবনের নকশা পাশ হবে না। বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউট পূর্ণ সদস্য ও অ্যাসোসিয়েট সদস্য হিসেবে আর্কিটেক্টদের অনুমোদন দিয়ে থাকে। আপনার ভবনের স্কয়ার ফিট অনুসারে সেই নকশায় স্বাক্ষর করার অধিকার রাখেন এরকম কাউকে দিয়ে নকশা করাতে হবে।

এর সাথে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে ব্যাচেলর ডিগ্রিধারী সিভিল ইঞ্জিনিয়ার স্ট্রাকচারাল ও প্লাম্বিং নকশা প্রণয়ণ করবেন। নকশায় নকশাকারী স্থপতির এবং স্ট্রাকচার ডিজাইনে কাজ করা প্রকৌশলীর স্বাক্ষর থাকতে হবে এবং পরবর্তীতে ভবন নকশা সংক্রান্ত সকল ব্যাপারে তারা দায়বদ্ধ থাকবেন।

ভবনের অনুমোদন

নকশা যদি ইমারত নির্মাণ বিধিমালা এবং বাংলাদেশ গেজেটের সাথে সাংঘর্ষিক না হয়, তাহলেই আপনি ভবন তুলতে পারবেন। এই ভবনের আইনানুগ ব্যাপারগুলি যাচাই করে রাজউক বা সংশ্লিষ্ট পৌরসভা। এই অনুমোদনের জন্য আপনি নিজেও আবেদন করতে পারেন অথবা আপনার হয়ে আপনার জন্য নকশা প্রণয়নকারী স্থপতি বা স্থাপত্য ফার্মের মাধ্যমেও আবেদন করাতে পারেন। নিজে আবেদন করলে সংশ্লিষ্ট সংস্থায় অনুমোদনের জন্য কী কী ড্রয়িং দরকার হবে সেটি আগে থেকেই জেনে নিন। যেমন- রাজউকে অনুমোদনের আবেদন করতে নিম্নলিখিত উপকরণ দরকার হয়:

  • দলিল
  • অবিকল কার্বন রশিদ (DCR)
  • ভূমি ভাড়া রশিদ
  • পরিব্যক্তি (মিউটেশন)
  • খসড়া প্রকাশনা ফরম (ড্রাফট পাবলিকেশন ফরম)
  • পরিকল্পনার ৭ কপি (৬ তলা পর্যন্ত ভবনের জন্য)
  • যদি ভবনটি ৬ তলার বেশি হয়, একটি কাঠামোগত নকশার প্রয়োজন হয় এবং ২ নং প্রশ্নের উত্তরের বর্ণিত ৯টি প্রতিষ্ঠান থেকে ছাড়পত্রের প্রয়োজন হয়।

ভবন নির্মাণ

ভবন নির্মাণের ক্ষেত্রে আলাদাভাবে আইনি জটিলতা নেই। তবে কয়েকটি জিনিস মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ।

১. অনুমোদিত নকশায় নিজের ইচ্ছামতো পরিবর্তন করবেন না। FAR (Floor Area Ratio) এবং MGC মেনে ভবনের নকশায় অনুমোদন নেয়া হয়। তাই কোনো পরিবর্তন থাকলে স্থপতিকে জানান। তিনি নিয়মের ভেতরে থেকে যদি পরিবর্তন সম্ভব হয় সেটা করে দিতে পারবেন। অতিরিক্ত বারান্দা বা জমি ও সেটব্যাকের মধ্যে ভবনের অংশ প্রবেশ করালে সেটা অবৈধ বলে পরিগণিত হবে এবং ভবনের ওই অংশ ভেঙে দিতে কর্তৃপক্ষ দায়বদ্ধ।

২. ইমারত নির্মাণের সময় শ্রমিক নিরাপত্তা আইন মেনে চলুন। শ্রমিকদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে আইনি জটিলতায় ফেলতে পারে যেকোনো ছোট বা বড় দুর্ঘটনা।

৩. রাজউকের নকশা পাসের সময় অতিরিক্ত নয়টি ছাড়পত্র দরকার হয়। এর মধ্যে পরিবেশ ও নিরাপত্তা বিষয়ক কিছু বিষয় ও থাকে। নির্মাণের সময় পরিবেশ বিধিমালা মেনে চলুন। 

আপনার সাইটে তৈরি হওয়া ধুলা ও বর্জ্য যেন আশেপাশের পরিবেশে মারাত্মক ক্ষতি করে না ফেলে সে ব্যাপারে সাবধান থাকতে হবে আপনাকেই।

অনেক ধাপ মেনে চলতে হলেও ভবন নির্মাণে প্রতিটি পদক্ষেপেই আপনাকে আসলে সচেতন হতেই হবে। আপনার জ্ঞান, সচেতনতা ও স্মার্ট সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাই আপনাকে সকল আইনি জটিলতা থেকে রক্ষা করবে।

বাড়ি তৈরির পথে আইনি কাজ

বাংলাদেশে ভূমি নির্মাণ ও বাড়ি করার ধাপে ধাপে প্রতারণা এবং ঠকে যাওয়ার গল্প এত বেশি সাধারণ যে, সাধারণ মানুষ পুরো প্রক্রিয়াটিকে অনেক ক্ষেত্রে শুধু ঝামেলারই মনে করেন না, রীতিমতো ভয় পান। অবশ্যই বাড়ি নির্মাণের সাথে ভূমিক্রয়, রেজিস্ট্রেশন, সরঞ্জামাদি ক্রয়-বিক্রয় এবং শ্রমনির্ভর নির্মাণকাজের মতো নানা ধাপ রয়েছে বলে এ ব্যাপারে অনেকগুলো আইন মেনে চলার ব্যাপার থাকে এবং প্রক্রিয়াটি সহজ নয়। কিন্তু জানা থাকলে ও সচেতন থাকলে সকল ঝামেলাই এড়িয়ে যাওয়া সম্ভব। 

আসুন দেখে নিই বাড়ি নির্মাণের বিভিন্ন ধাপে আইনি ঝামেলা এড়িয়ে চলতে আপনাকে কী কী করতে হবে।

তথ্য সংগ্রহ

জমি কেনার আগেই জমি ও তার ইতিহাস সম্পর্কে সকল তথ্য জেনে নিন। প্লট নম্বর, বর্তমান মালিকের নাম, ঠিকানা, খতিয়ান নম্বর এই বিষয়গুলি অবশ্যই জেনে নিন। বর্তমানে সিটি কর্পোরেশনের জমির ডেটাবেজ রয়েছে। পৌরসভা পর্যায়েও ডেটাবেজ তৈরির কাজ চলছে। তাই এই তথ্যগুলো জানতে পারলে জমি সম্পর্কে স্বচ্ছ ধারনা পাওয়াটা অনেক সহজ হয়।

যিনি প্রপার্টি কিনতে চাচ্ছেন, তার উচিত প্রপার্টির আগের সব ইতিহাস তথ্য খুঁজে বের করা। যদি আপনার এলাকায় ডেটাবেজ তৈরির কাজ না হয়ে থাকে তাহলে এ ব্যাপারে আগের মালিক ও এলাকার লোকজন আপনাকে সহায়তা করতে পারেন।

দলিলের প্রযোজ্যতা যাচাই

দলিল হচ্ছে যেকোন সম্পত্তির মালিকানার একমাত্র স্বীকৃত নথি। তাই প্রতিটি ব্যাপারেই দলিল হতে হবে আসল, ত্রুটিমুক্ত এবং নির্ভরযোগ্য। এই নির্ভরযোগ্যতা যাচাই করা যাবে সাবরেজিস্ট্রি অফিসে গিয়ে। সাবরেজিস্ট্রি অফিসে প্রত্যেকটি রেজিস্টার্ড দলিলের অধীনে আসল দলিলের রেজিস্ট্রি সম্পর্কে সকল তথ্য থাকে। সাবরেজিস্ট্রারকে সরকারের নির্ধারিত ফি দিয়ে সহজেই মূল দলিলের একটা কপি বের করা যায়। উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পত্তির ক্ষেত্রে বৈধ বণ্টননামা রয়েছে কিনা সেটাও জেনে নেওয়া যাবে।

এছাড়া এই সম্পদের গত দশ বছরের সকল তথ্য অনুসন্ধান করা যায় সাবরেজিস্ট্রারের মাধ্যমে। জমির মালিকানা যদি বদল বা বন্ধকে রাখা হয়ে থাকে কখনো, সেই তথ্যও পাওয়া যাবে এভাবে। যাচাই করে নিন কেনার আগে যে আপনার জমি দায়মুক্ত কিনা। 

খতিয়ান ও পোর্চা মিলিয়ে নেয়া

এলাকার সরকারি তফসিল অফিসে কোন জমির খতিয়ান বা পোর্চা সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া থাকে। খতিয়ান বা পোর্চার সকল তথ্যই তফসিল অফিস থেকে জানা যাবে, জমির মালিকের নামের সাথে জমির বাকি তথ্যের মিল আছে কিনা সেটাও যাচাই বাছাই করে রাখতে হবে। কোন তথ্যে ভুল থাকলে সেটারও একটা গ্রহণযোগ্য ব্যাখ্যা সেখানে উল্লেখ থাকবে। তাই ক্রস রেফারেন্সিং এর জন্য দলিলের বিপক্ষে খতিয়ান ও পোর্চার নাম্বারও মিলিয়ে নিন।

মিউটেশান

অনেকক্ষেত্রে জমির দলিল পুরাতন হলে জমিতে বর্তমান বিক্রেতার নাম থাকে না। কিন্তু জমি কারো কাছ থেকে কিনতে হবে অবশ্যই জমির মালিকের নাম মিউটেশান করে আপডেট করে নেয়াটা অত্যন্ত দরকারি। মিউটেশানের জন্য তিনটি দলিল থাকতে হয়-

১. নামজারি জমাভাগ প্রস্তাবপত্র

২. ডুপ্লিকেট কার্বন রশিদ

৩. মিউটেশান খতিয়ান

খাসজমি এবং ইজারা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনেক ক্ষেত্রে জমি নিজের বিভিন্ন কাজে ইজারা দিয়ে থাকেন। আইন অনুসারে সরকার দেশের সব জমির মালিক এবং এই কারণেই জমির খাজনা সরকারকে দিতে হয়। কিন্তু নির্ধারিত কাজের জন্য সরকার কোন জমি ইজারা দিয়ে থাকলে তা আইনত কেনাবেচা করা যায় না। তবে আবাসিক কারনে ইজারা দেয়া হলে তার জন্য আলাদা বিধান রয়েছে।

বাংলাদেশের অনেক আবাসিক প্রপার্টিই সরকারের কাছ থেকে ইজারা নেওয়া। সরকার সাধারণত সিডিআর কিংবা রাজউক ইত্যাদি সরকারী প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন মেয়াদে অনেক প্রপার্টি ইজারা দিয়ে থাকে। তাই ওসব প্রপার্টির উপর কোন কাজ করতে গেলে এইসব সংস্থার অনুমতি নিতে হয়, আপনি যে প্রপার্টি কিনতে চাচ্ছেন সেটা সরকারি ইজারায় আছে কিনা সেটা নিজে গিয়ে অনুসন্ধান করে আসতে হবে।

খাজনা পরিশোধ

জমি কেনার আগের বছর পর্যন্ত জমির খাজনা পরিশোধ আছে কিনা সেটা অবশ্যই দেখে নেয়া উচিত। নইলে পরবর্তীতে জমিতে বকেয়া খাজনা খরিদ্দারকেই শোধ করতে হবে। দিতে হতে পারে জরিমানাও। এছাড়া আগের মালিকের দীর্ঘদিনের খাজনা বাকি থাকা সাপেক্ষে হতে পারে সরকারি মামলাও। তাই খাজনা পরিশোধের রশিদসহই জমি ক্রয় করা উচিত।

ইমারত নির্মাণে আইন

জমি কেনার পরে ইমারত নির্মাণ বিধিমালা না মেনে ভবন করলে সেটা সরকার যেকোন সময় ভেঙ্গে দিতে পারেন। তাই আপনাকে যা যা করতে হবে তা নিয়ে আলাপ করা হলো।

অবশ্যই একজন লাইসেন্সধারী স্থপতিকে দিয়ে ভবনের নকশা করাতে হবে যেন ইমারত নির্মাণ বিধিমালার FAR, MGC এর পাশাপাশি সকল আগুন, ভূমিকম্প এবং সংশ্লিষ্ট বিধিবিধান মেনেই নকশাটি করা হয়। এক্ষেত্রে মনে রাখতে হবে FAR বা MGC সম্পর্কে কিছু ধারণা থাকলেও এবং ইট কাঠের দাম বলতে পারলেও একজন নন-লাইসেন্সড মানুষ ডিজাইন বা নকশা করার যে প্রাথমিক জ্ঞান তাও রাখেন না। সুতরাং এই চর্চা শুধু বিপদই ডেকে আনবে।

পৌরসভা বা ইউনিয়ন পর্যায়ে নিয়মের কড়াকড়ি কম হলেও এখানেও একইভাবে একটি বিধি বিধানের বই রয়েছে। এখানেও পেশাদারের সাহায্য নিয়েই ডিজাইন করানো উচিৎ। কারণ, স্থান পরিবর্তন হলেও নিরাপত্তা সংক্রান্ত আইনে ছাড় দেয়া উচিৎ নয়।

ভবন নির্মাণের সময় শ্রম অধিকার আইন অনুসারে শ্রমিকদের নিরাপত্তা, অনুমোদিত মজুরি এবং জীবনমান সম্পর্কে সচেতন হোন। কোন দুর্ঘটনায় আইন অমান্য হলে সেটাও হতে পারে ঝামেলার কারণ।

নকশা রাজউক বা সিটি কর্পোরেশান থেকে পাশ করানোর পর সেই নকশায় বড় পরিবর্তন আনা (যেমন- ফ্লোরের আয়তন বাড়ানো বা ফাঁকা জায়গা কমিয়ে দেয়া) আইনত দণ্ডনীয়। এ অবস্থায় যেকোন ইন্সপেক্টর এসে প্রমাণ সাপেক্ষে ভবন বা তার অংশবিশেষ ভেঙে দিতে পারেন। তাই এই চর্চাও পরিহার করতে হবে। এ জন্য অনুমোদিত ড্রয়িং অনুসারেই ভবন তুলুন এবং নকশা সংরক্ষণ করুন।

আইন মেনে প্রতিটি ধাপে ভবন তৈরি করলে আপনি ভবন সংক্রান্ত কাজে আইনি ঝামেলায় পড়বেন না। ব্যাপারটি সময়সাপেক্ষ হলেও আপনি ভবনে বসবাস করবেন আরো বেশি সময় ধরে। সেই দীর্ঘ সময়ে নিজের এবং নিজের পরবর্তী প্রজন্মের সুখ স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে পারে আপনার সচেতনতাই।

জমি কিনবেন: যা যা করা লাগবে

প্রায় ১৮ কোটি মানুষের এই দেশে মৌলিক অধিকার হিসাবে বাসস্থানের কথা থাকলেও, নিজের জমিতে নিজের বাসস্থান বিলাসিতার পর্যায়ে পৌঁছে গেছে অনেক আগেই। প্রায় ২ কোটি লোকের ঘনবসতিপূর্ণ শহর ঢাকায় নিজের জমি শুধু বিলাসিতাই নয়, অনেক সময় প্রায় সোনার হরিণও বলা যায়।

তবে জমির জন্য মানুষের সঞ্চয় বা বিনিয়োগ যেহেতু থেমে নেই, তাই থেমে নেই জমির বেচা-বিক্রিও। বসতবাড়ির জন্য নির্ভেজাল এক টুকরো জমির চাহিদা ঢাকার সীমানা পার হয়ে ছড়িয়ে পড়ছে বিভাগ বা জেলা শহরগুলোতেও।

কিন্তু জমি কেনা মানে তো শুধু কিছু টাকার লেনদেন নয়। টাকা-পয়সার হিসেব মিলে গেলে শুরু হবে মালিকানা ও দলিল দস্তাবেজ নিয়ে অনেক অনেক কাজ। শুধুমাত্র পর্যাপ্ত জ্ঞানের অভাবে অনেকেই শরণাপন্ন হন দালালের। এর ফলে অপচয় হয় নিজের সময়, অর্থ এবং মূল্যবান মানসিক শান্তি। অনেক সময় তারপরও ঝামেলামুক্ত কেনাবেচা নিশ্চিত করা যায় না। জমি কেনার ক্ষেত্রে আপনাকে প্রতিটি ধাপ সম্পর্কে রাখতে হবে সম্যক ধারণা। এজন্য একটি চেকলিস্ট করে মিলিয়ে নিতে হবে প্রতিটি ধাপ। কী কী থাকবে সেই তালিকায়?

বিদ্যমান তথ্যাদি

জমির ক্রেতা হিসাবে প্রথমে বিক্রেতার কাছ থেকে সরাসরি সকল কাগজপত্র চেয়ে নিতে হবে। এর মধ্যে থাকবে-

  • জমির সকল খতিয়ান (CAS, RAS, SA এবং BS খতিয়ান)। 
  • জমিটি সরকারের তালিকাভুক্ত হবার পর যতবার কেনাবেচা হয়েছে সম্ভবপর সকল দলিল।

এই সকল কাগজ দেখে প্রথমে নিশ্চিত হয়ে নিন আপনি যার কাছ থেকে জমি কিনছেন, তিনি (এবং তার শরীকেরা) বর্তমানে জমির প্রকৃত মালিক। এছাড়া খতিয়ানের তথ্যাদির ধারাবাহিকতা ঠিক আছে কিনা তা-ও যাচাই করতে হবে। 

এখানে লক্ষ্যণীয় কয়েকটি বিষয় হলো-

  • মৌজা নকশা ছাড়া খতিয়ান অর্থহীন। 
  • তেজগাঁওয়ের ভূমি জরিপ ও রেকর্ড অফিস থেকে নির্দিষ্ট ফি-র বিনিময়ে যেকোনো জমির নকশা সংগ্রহ করা যায়। ঢাকার বাইরে জেলা প্রশাসকের কার্যালয় এই সরবরাহের কাজ করে। 
  • যেসকল জমির মৌজার চূড়ান্ত প্রকাশনা সম্পন্ন হয়েছে সেগুলার ফটোকপি পাওয়া সম্ভব।

নামজারি

পরবর্তী পদক্ষেপ হিসেবে চলে যান সংশ্লিষ্ট এলাকার সহকারী ভূমি কমিশনারের অফিসে। খোঁজ নিন জমিতে মালিক হিসেবে কার নামজারি করা রয়েছে। যদি সকল কাগজপত্র সঠিকও থাকে, তবুও বিক্রেতার নামে নামজারি থাকা আবশ্যক।

যদি সেটা করা না থাকে, তাহলে বিক্রেতাকে বলুন তার নামে বিক্রির আগে জমির নামজারি করিয়ে নিতে। নামজারিকে অনেক ক্ষেত্রে মিউটেশনও বলা হয়ে থাকে। নিজে থেকে গিয়ে নামজারি না করালে এই তথ্য হালনাগাদ থাকে না। কারণ সরকারিভাবে ২০ বছরের আগে জরিপ করা হয় না। আর মিউটেশন না থাকলে খাজনা দেওয়া যায় না।

খাজনা

মনে রাখবেন, জমির মালিকানা আসলে সরকারের কাছ থেকে জমির এক ধরনের ইজারা নেওয়া মাত্র। সুতরাং, অবশ্যই জমির বিপরীতে ভূমিকর দেওয়া প্রতিটি নাগরিকের কর্তব্য। জমি কেনার আগে নিশ্চিত হয়ে নিন বর্তমান মালিক জমির খাজনা হালনাগাদ করেছেন। খাজনা পরিশোধের সকল কাগজপত্র বিক্রেতার কাছ থেকে চেয়ে নিন (মূলকপি সম্ভব না হলে ফটোকপি, তবে মূলকপি নিজে দেখে নেবেন) এবং যথাযথভাবে সংরক্ষণ করুন। 

সাব রেজিস্ট্রি অফিস

সাব রেজিস্ট্রি অফিস থেকে NEC সংগ্রহ করতে হবে। একে বাংলায় বলা হয় নির্দায় সনদ। এই অফিসে, বিগত ১২ বছরে জমিটির হেবা, দান, বিক্রি বা এওয়াজমূলে হস্তান্তর নিয়ে তথ্য থাকবে ও সর্বশেষ মালিকের নামের ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। 

হিস্যাবণ্টন নিশ্চিতকরণ

একটি জমি অনেক ক্ষেত্রেই ভাগাভাগির ফলে বর্তমান অবস্থায় পৌঁছায়। কিন্তু সেই অনুসারে দলিলাদি নিশ্চিত করা থাকে না। শরীকদের সঙ্গে বিক্রেতার অংশনামা রয়েছে কিনা তা নিশ্চিত করে মিলিয়ে দেখতে হবে যে, বিক্রেতা তার প্রাপ্য অংশই শুধু বিক্রি করছেন। পৈত্রিক সূত্রে পাওয়া জমির ক্ষেত্রে উপরের ধাপ অনুসারে বিক্রেতার নামজারি করতে হবে ও শরীকদের নাম নিশ্চিত করতে হবে। 

পরিত্যক্ত পরীক্ষাকরণ

তিনটি আলাদা প্রশ্নের উত্তর ‘না’ হওয়ার ব্যাপারে ক্রেতাকে অবশ্যই নিশ্চিত হতে হবে।

  • জমিটি কোনভাবে খাস কিনা।
  • জমিটি পরিত্যাক্ত বা শত্রু সম্পত্তি কি না।
  • কোনো কারণে সরকার জমিটি অধিগ্রহণ করেছে কি না।

অতিরিক্ত জেলা প্রশাসন (ভূমি) বা সিটি কর্পোরেশনে খোঁজ নিলে এই সম্পর্কে জানা সম্ভব হবে।

বন্ধকী

জমির উপরে কোনো ব্যক্তিকে বিক্রয় বা রক্ষণাবেক্ষণের ক্ষমতা (Power of Attorny) অর্পণ করা আছে কিনা সেটিও যাচাই করে নিতে হবে। এছাড়া জমি দেখিয়ে বা বন্ধক রেখে কোনো ব্যাংক, বীমা বা অন্য ধরনের অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান হতে ঋণ বা অন্য কোনো ধরনের সুবিধা গ্রহণ করা হয়েছে কিনা তা দেখতে হবে এবং খোঁজ নিতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে। 

সরেজমিনে দেখা

সকল কাগজ সঠিক থাকা সাপেক্ষে ক্রেতাকে জমিতে সরেজমিনে যেতে হবে এবং জমির অস্তিত্ব ও কাগজপত্রের নির্ভুলতা নিশ্চিত করতে হবে। এখানে যা যা দেখা প্রয়োজন তাকে দুইভাগে ভাগ করা যায়।

  • জমি- জমির ব্যাপারে যা যা দেখতে হবে-

১. কাগজপত্রে উল্লেখিত দাগ ও খতিয়ান নম্বর মিলিয়ে দেখতে হবে বিক্রয়ের জন্য প্রস্তাবিত জমি আর দেখানো জমি একই কিনা। এক্ষেত্রে সিটি কর্পোরেশন, পৌরসভা বা ইউনিয়ন পরিষদের আমিনের সহায়তা নিন। 

২. আশেপাশের মানুষের সাথে কথা বলে আপনার জানা তথ্যসমূহের (জমির ইতিহাসসহ) প্রতিটির ব্যাপারে আবারো নিশ্চিত হোন। 

৩. জমির সংযোগ রাস্তার অবস্থান ও অবস্থা সম্পর্কে খোঁজ নিন। রাস্তার ব্যাপারে ভবিষ্যৎ কোনো প্রস্তাবনা আছে কিনা তা-ও জেনে নিন। অনেক ক্ষেত্রে রাস্তা বর্ধনের প্রস্তাবনা থাকতে পারে, যাতে ক্রেতাকে জমির অংশ ছাড়তে হতে পারে। এ ব্যাপারে আগেই নিশ্চিত হওয়া উচিত। 

৪. জমির ব্যাপারে কোনো মামলা-মোকদ্দমা আছে কিনা সে ব্যাপারেও খোঁজ নিন। 

  • বিক্রেতা-  বিক্রেতা ও জমির উপর তার অধিকার নিয়ে নিচের বিষয়গুলো দেখতে হবে-

১. জমির উপর বিক্রেতা বলে যিনি নিজেকে দাবি করেছেন তার বিক্রির পর্যাপ্ত অধিকার আছে কিনা।

২. জমির মালিক সাবালক ও মানসিকভাবে সুস্থ কিনা। নাবালক মালিকের জমি আদালতের মাধ্যমে অভিভাবক নিযুক্ত করে বেচাকেনার বিধান রয়েছে।

৩. জমির মালিকের কাছ থেকে সরাসরি মৌখিক সম্মতি নেওয়া যে তিনি জমি বিক্রির অনুমতি দিয়েছেন।

বিজ্ঞাপন

জমির কোনো বিষয় সম্পর্কে সামান্য পরিমাণ সন্দেহের উদ্রেক হলেও জমি বায়না করার আগেই, পত্রিকায় আইনগত বিজ্ঞপ্তি দিন। এতে করে অন্য কেউ মালিকানা দাবি করতে চাইলে আগেভাগেই তা করতে পারবে এবং আপনি মামলা থেকে মুক্ত থাকতে পারবেন। 

নোটিশ

আইন অনুসারে জমি বায়না করার আগে জমির মালিক ও প্রত্যেক শরীককে নোটিশ দিন। এই প্রক্রিয়া আপনাকে পরবর্তীতে হয়রানি মামলা থেকে রক্ষা করবে। পরবর্তী পদক্ষেপগুলোতে দলিল প্রণয়ন ও মালিকানা হস্তান্তরের ক্ষেত্রে অবশ্যই এ ব্যাপারে অভিজ্ঞ ও দক্ষ কারো উপস্থিতি আপনার প্রয়োজন হবে। 

উপরে সকল প্রক্রিয়া জটিল ও সময়সাপেক্ষ মনে হলেও শুধু নামজারি পেতেই কিছুটা সময় বেশি লাগতে পারে। বাকি সকল প্রক্রিয়া একজন দক্ষ কনসালট্যান্ট এবং দেওয়ানী আইনে অভিজ্ঞ একজন আইনজীবীর পরামর্শ ও সহযোগিতা নিয়ে করতে পারলে সম্পূর্ণ বৈধভাবে মাত্র দুই থেকে তিন কর্মদিবসের মধ্যে সব প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব।

জমি কেনার ব্যাপারটি শুধু এখন একটি জীবনভর লালিত স্বপ্নই নয়, অনেক ক্ষেত্রে একটি স্মার্ট বিনিয়োগ। তাই বিনিয়োগের পূর্বে সেটি নিয়ে যথার্থভাবে যাচাই-বাছাই একটি কঠিন প্রক্রিয়া হলেও, তা দেখে, শুনে ও বুঝে নেওয়া একজন স্মার্ট বিনিয়োগকারী হিসাবে আপনার কর্তব্য! 

জমি কেনার সময় যা জিজ্ঞাসা করা উচিত

জমি ক্রয়ের সময় সবচেয়ে কঠিন কাজ হল খালি জায়গা পাওয়া। জমি কেনার বিভিন্ন প্রশ্ন থাকতে পারে এবং এখানে আপনার সম্ভাব্য প্রশ্নগুলোর উত্তর দেওয়া  হলো ঃ

প্রথমত ,

  • উদ্দেশ্যআপনি জমি কেন কিনছেন ?
  • ব্যবহার– জমির আকার বা লোকেশান কী আপনার প্রয়োজন অনুযায়ী ঠিক আছে?
  • খরচজমি কী বাজেটের মধ্যেই আছে? জমি কিনার আনুষাঙ্গিক সব খরচ যেমনঃ ভবন, আইনি এবং অনুসন্ধান খরচ – সব কী বাজেটের মধ্যেই আছে ?
  • পুনঃবিক্রয়আপনি আপনার এই কেনা জমি যদি আবারো বিক্রয় করেন তবে এই জমির উপর লাভ করা সম্ভব হবে ?

একবার যদি আপনি আপনার উত্তর বলে দেন যে আপনি আসলে কী চান , তাহলে আপনি আরও নির্দিষ্ট প্রশ্ন জিজ্ঞাসা করা শুরু করতে পারেন সংশ্লিষ্ট লোকজনদেরকে :

যেসব প্রশ্ন বিক্রেতা বা এজেন্টকে জিজ্ঞেস করবেন :
  • সম্পত্তির কোন চুক্তি আছে কিনা ?
  • সাধারণ সুবিধাগুলি কী কাজ করছে (পানি, রাস্তা, সেপ্টিক) ?
  • সাইটের বা জায়গায় বিদ্যুৎ, নিষ্কাশন, প্রাকৃতিক গ্যাস ঠিকঠাকমত পাওয়া যায় তো?
  • সেখানে কী ভালোমত পানি পাওয়া যায় ?
  • জায়গাটায় কী আসলেই বাড়ি বানানো যাবে ?
  • জায়গাটি কী ভূমি পরীক্ষা বা সয়েল টেস্ট এ পাস রয়েছে ? যদি পাস করা না থাকে, তবে পাস করাতে কত খরচ হতে পারে , আর কী কী করতে হবে পাস করানোর জন্য ?
  • সেখানে কী পর্যাপ্ত বিস্তৃত রাস্তা আছে ?
নির্মাণ বিষয়াদি :
  • জায়গাটায় বন্যার ঝুঁকি কী রকম? বন্যা হয়, নাকি হয় না ?
  • জায়গাটি কি অসমতল যার বিশেষ ভিত্তির প্রয়োজন হতে পারে 
  • নির্মাণ যন্ত্রপাতি রাখার জন্য আশেপাশে কী পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে ?  
  • জমির যথেষ্ঠ নিষ্কাশন এর ব্যবস্থা আছে কী ?

 

যেসব প্রশ্ন আইনজীবীকে জিজ্ঞেস করবেন :

বিক্রেতার এবং বিল্ডারের সাথে কথা বলার পরে, কিছু সমস্যার সমাধান করা বাকি থাকতে পারে, এই ক্ষেত্রে আপনাকে একজন আইনজীবীর সাথে কথা বলা উচিত।

  • আপনি কি নিজস্ব মালিকানার পানি এবং অন্যান্য সুবিধাসমূহ ব্যবহার করবেন ?
  • জায়গার দাম বিড করার জন্য আপনার অন্য কিছু কী দরকার ?
  • কোন সমস্যা পাওয়া গেলে কীভাবে, কত সময়ে এবং সমাধান করার জন্য কেমন খরচ হবে ?
  • মালিকানা ইন্সুরেন্স থাকলেডিডএ কোন ওয়ারেন্টি থাকবে কী না ?
ব্যক্তিগত প্রশ্ন :
  • আপনি কী   আপনার প্রতিবেশীর ব্যাপারে নিয়মিত খোঁজখবর রাখেন 
  • আপনি কী   বিভিন্ন ঋতুতে  ভূমির উপর কী ধরনের প্রভাব পড়বে তা বিবেচনা করেছেন 
  • এলাকাটির ভবিষ্যত পরিকল্পনার অবকাঠামো কী? ভবিষ্যতে এই জায়গাটার কী রকম অবস্থা হবে ?
  • এলাকায় কোন নতুন সড়ক বা নির্মাণ খরচ পাইপলাইন আছে কী না 
  • এলাকায় কোনো নিষ্কাশন অথবা কোনো দূর্গন্ধ আছে কী না ?

 

অ্যাপার্টমেন্ট কেনার আগে কিভাবে নিশ্চিত করবেন যে জায়গাটা নিয়ে কোন দ্বন্দ্ব নেই?

বাংলাদেশে রিয়েল এস্টেটের কোন কিছু কিনতে চাইলে সেটার জন্য জমি ভালোভাবে দেখে নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, আপনার স্বপ্নের অ্যাপার্টমেন্টটা একটা জায়গার উপরে দাঁড়িয়ে থাকবে। তাই সেই জায়গাটার কোন সমস্যা আছে কি না, জায়গাটা নিয়ে কারোর কোনো দ্বন্দ্ব চলছে কি না, সেসব সম্পর্কে নিশ্চিত হতে হবে আপনাকেই। এটা ঠিকভাবে না করলে আপনার জীবনের জমানো সকল সম্পত্তি এক নিমিষেই ধ্বংস হয়ে যেতে বাধ্য। তাই জমি কেনার আগে হয় নিজে, কিংবা উকিলের সাহায্য নিয়ে জমি সম্পর্কে সকল তথ্য জানতে হবে।

জমির প্রকার

সাধারণত দুই প্রকারের জমি পাওয়া যায় রিয়েল এস্টেটের মতে।

১. লিজহোল্ড জমি – আপনি যখন লিজহোল্ডে কোন প্রপার্টি বা জমি কিনছেন, সেটা আপনাকে সরকার বা সরকারী কোন এজেন্সির কাছ থেকে ইজারায় নিতে হব।

২. ফ্রিহোল্ড জমি – জামিনদারি প্রক্রিয়ায় ফ্রিহোল্ড জমি কেনার অর্থ হল পর্যাপ্ত পরিমাণ কাগজপত্র ও মালিকানা পরিবর্তনের মাধ্যমে জমি ক্রয় করা

ফ্ল্যাট কেনার আগে যেসব কাগজপত্র ভালোভাবে দেখে নিতে হবে তা হল
(লিজহোল্ড প্রপার্টির জন্য)

১. অ্যালটমেন্ট লেটার

২. লিজ ডিড

৩. পজিশন লেটার

৪. সংশ্লিষ্ট এজেন্সি কর্তৃক মিউটেশন (প্রথম এলার্টির ক্ষেত্রে)

৫. সেলস ডিড (আগে জমির মালিকানা বদল হয়ে থাকলে)

৬. সংশ্লিষ্ট এজেন্সির কাছ থেকে জমি বিক্রি করার অনুমতি (মালিকানা আগেই বদল হয়ে থাকলে)

৭. জমি অফিস থেকে মিউটেশন

৮. ট্যাক্স রিসিপ্টের কপি

(ফ্রিহোল্ড প্রপার্টির জন্য)

১. টাইটেল ডিড (যদি বিক্রেতা জমির মালিক হয়ে থাকে)

২. বিক্রেতা যার কাছ থেকে জমি কিনেছে সেই কাগজপত্র

৩. গত ২৫ বছর বা সর্বশেষ সমীক্ষার পরে জমির মালিকানা যতবার পরিবর্তিত হয়েছে তার কাগজপত্র

৪. জমির অধিকার সংক্রান্ত সকল কাগজপত্র

৫. ট্যাক্স রিসিপ্টের কপি

৬. পার্টিশান ডিড

অন্যান্য কাগজপত্র

১. বিদ্যুৎ, পানি গ্যাস – ইত্যাদি বিল

২. সকল সংশ্লিষ্ট ডিড, কাগজপত্র

৩. বাড়ি বা ফ্ল্যাটের অনুমোদনপ্রাপ্ত ডিজাইন

কাগজপত্র পাওয়ার পর

সকল কাগজপত্র পাওয়ার পরে সিটি কর্পোরেশান বা রেজিস্ট্রি অফিসে গিয়ে সংশ্লিষ্ট সকল কাগজপত্রের সাথে একটা দরখাস্ত জমা দিয়ে আসতে হবে। ফ্ল্যাট কেনার জন্য গত ২৫ বছর বা সর্বশেষ সমীক্ষার পরে জমির মালিকানা যতবার পরিবর্তিত হয়েছে তার কাগজপত্র নজরে রাখতে হবে। ফলে জমির সকল তথ্য সঠিক কি না, তা জানা যাবে।

অধিক সতর্ক থাকার জন্য যা যা করতে হবে

জমি বিক্রেতা যদি উত্তরাধিকারসূত্রে জমিটা পেয়ে থাকেন, তবে সেই উইল, উত্তরাধিকারের কাগজপত্র যোগাড় করতে হবে। যুগ্ম মালিকানার প্রপার্টির ক্ষেত্রে আগে থেকে ডিড সই করিয়ে রাখতে হবে এই মর্মে যে পরবর্তীতে আর যেন তারা কোন ঝামেলা না করে মালিকানা নিয়ে।

যেসব জমি কেনা একদমই উচিত নয় –

১. ইতোমধ্যে দখল করা জমি

২. রাস্তার সাথে যোগাযোগ ছাড়া জমি

৩. ইজারার জমি

৪. যে জমির সেলস অ্যাগ্রিমেন্ট এর মধ্যেই হয়ে গেছে

৫. মামলাওয়ালা জমি

৬. যে জমি নিয়ে দ্বন্দ্ব আছে

আপনার অ্যাপার্টমেন্টের জন্য সমানুপাতিক জমির পরিমাণ কিভাবে বের করবেন?

সমানুপাতিক জমি = (প্রজেক্টের পুরো জমি/সাধারণ জায়গাসহ নির্মাণাধীন জায়গা) * উক্ত অ্যাপার্টমেন্টের জায়গা

সমানুপাতিক জমির পরিমাণ নির্ভর করে বিভিন্ন অ্যাপার্টমেন্টের আকারের উপর।

উদাহরণ এক – সিঙ্গেল ইউনিট অ্যাপার্টমেন্ট একটা প্রপার্টি বিবেচনা করুন যার

আকার : ৫ কাঠা

প্রজেক্ট স্টোরি হাইট : G+8

অ্যাপার্টমেন্টের সংখ্যা : ৫

প্রতি তলায় অ্যাপার্টমেন্টের আকার : ২১২০ বর্গফুট

আপনি যদি একটা A-4 অ্যাপার্টমেন্ট ক্রয় করেন, তাহলে আপনার জন্য সমানুপাতিক জমির পরিমাণ (proportionate land area) কি হবে?

নয়তলাA-8, ২,১২০ বর্গফুট
আটতলাA-7, ২,১২০ বর্গফুট
সাততলাA-6, ২,১২০ বর্গফুট
ছয়তলাA-5, ২,১২০ বর্গফুট
পাঁচতলাA-4, ২,১২০ বর্গফুট
চারতলাA-3, ২,১২০ বর্গফুট
তিনতলাA-2, ২,১২০ বর্গফুট
দুইতলাA-1, ২,১২০ বর্গফুট
নীচতলা / একতলা

সমাধান

এই প্রজেক্টের মোট কনস্ট্রাকশন এলাকা হল ২,১২০*৮ = ১৬,৯৬০ বর্গফুট (সব অ্যাপার্টমেন্টের সমান আকার)

মোট জমির পরিমাণ ৫ কাঠা

A-4 অ্যাপার্টমেন্টের আকার ২,২১০ বর্গফুট

তাই, A-4 অ্যাপার্টমেন্টের সমানুপাতিক জমির পরিমাণ হল,

= (পুরো জমির পরিমাণ/পুরো কনস্ট্রাকশন এলাকা) * A-4 অ্যাপার্টমেন্ট এলাকা

= (৫ কাঠা/১৬,৯৬০ বর্গফুট) * ২,২১০ বর্গফুট

= ০.৬২৫ কাঠা

উদাহরণ দুই – ডাবল ইউনিট অ্যাপার্টমেন্ট

জমির পরিমাণ : ৯ কাঠা

অ্যাপার্টমেন্টের মোট সংখ্যা : ১৬

প্রজেক্ট স্টোরি হাইট : G+8, প্রতি তলায় দুটি করে অ্যাপার্টমেন্ট থাকবে যার একটার আয়তন ২,০৫০ বর্গফুট, আরেকটার আয়তন ২,১৫০ বর্গফুট

এখন আপনি যদি একটা B-5 অ্যাপার্টমেন্ট ক্রয় করেন, তাহলে, সমানুপাতিক জমির পরিমাণ কি হবে?

নয়তলাA-8, ২,০৫০ বর্গফুটB-8, ২,১৫০ বর্গফুট
আটতলাA-7, ২,০৫০ বর্গফুটB-7, ২,১৫০ বর্গফুট
সাততলাA-6, ২,০৫০ বর্গফুটB-6, ২,১৫০ বর্গফুট
ছয়তলাA-5, ২,০৫০ বর্গফুটB-5, ২,১৫০ বর্গফুট
পাঁচতলাA-4, ২,০৫০ বর্গফুটB-4, ২,১৫০ বর্গফুট
চারতলাA-3, ২,০৫০ বর্গফুটB-3, ২,১৫০ বর্গফুট
তিনতলাA-2, ২,০৫০ বর্গফুটB-2, ২,১৫০ বর্গফুট
দুইতলাA-1, ২,০৫০ বর্গফুটB-1, ২,১৫০ বর্গফুট
নীচতলা / একতলা

সমাধান

এখানে, মোট কনস্ট্রাকশন এলাকা হল (টাইপ-এ ২,০৫০ বর্গফুট * ৮) + (টাইপ -বি ২,১৫০ বর্গফুট * ৮) = ৩৩,৬০০ বর্গফুট

পুরো জমির পরিমাণ = ৫ কাঠা

B-5 অ্যাপার্টমেন্টের আকার = ২,১৫০ বর্গফুট

তাই, B-5 অ্যাপার্টমেন্টের জন্য সমানুপাতিক জমির পরিমাণ

= (জমির পরিমাণ ৯ কাঠা/পুরো কনস্ট্রাকশন এলাকা ৩৩,৬০০ বর্গফুট) * ২,১৫০ বর্গফুটের B-5 অ্যাপার্টমেন্ট

= ০.৫৭৫৯ কাঠা

উদাহরণ ৩ – যুগ্ম আকারের অ্যাপার্টমেন্ট

পুরো জমির এলাকা : ১৩ কাঠা

অ্যাপার্টমেন্টের সংখ্যা : ২৮

প্রজেক্ট স্টোরি হাইট : বাড়ির ভূগর্ভস্থ অংশ + নীচতলা + ৯ তলা। প্রতি তলার পরিমাণ নিচে দেওয়া হলো, দেখা যাক আপনি যদি একটা D-9 অ্যাপার্টমেন্ট কিনতে চান তাহলে আপনার সমানুপাতিক জমির পরিমাণ কি হবে ?

এগারতলাF-10, ১৫৫০ বর্গফুটG-10, ৩৬০০ বর্গফুটG-10, ৩৬০০ বর্গফুট
দশতলাD-9, ৩৩০০ বর্গফুটD-9, ৩৩০০ বর্গফুটE-9, ১৮৫০ বর্গফুট
নয়তলাA-8, ১৫৫০ বর্গফুটB-8, ১৭৫০ বর্গফুটC-8, ১৮৫০ বর্গফুট
আটতলাA-7, ১৫৫০ বর্গফুটB-7, ১৭৫০ বর্গফুটC-7, ১৮৫০ বর্গফুট
সাততলাA-6, ১৫৫০ বর্গফুটB-6, ১৭৫০ বর্গফুটC-6, ১৮৫০ বর্গফুট
ছয়তলাA-5, ১৫৫০ বর্গফুটB-5, ১৭৫০ বর্গফুটC-5, ১৮৫০ বর্গফুট
পাঁচতলাA-4, ১৫৫০ বর্গফুটB-4, ১৭৫০ বর্গফুটC-4, ১৮৫০ বর্গফুট
চারতলাA-3, ১৫৫০ বর্গফুটB-3, ১৭৫০ বর্গফুটC-3, ১৮৫০ বর্গফুট
তিনতলাA-2, ১৫৫০ বর্গফুটB-2, ১৭৫০ বর্গফুটC-2, ১৮৫০ বর্গফুট
দুইতলাA-1, ১৫৫০ বর্গফুটB-1, ১৭৫০ বর্গফুটC-1, ১৮৫০ বর্গফুট
নীচতলা / একতলা
বেজমেন্ট ১

সমাধান

পুরো কনস্ট্রাকশন এলাকা (১,৫৫০+১,৭৫০+১,৮৫০) * ৮ + ৩,৩০০ বর্গফুট + ১,৮৫০ বর্গফুট + ১,৫৫০ বর্গফুট + ৩,৬০০ বর্গফুট = ৫১,৫০০ বর্গফুট

D-9 অ্যাপার্টমেন্টের আকার ৩,৩০০ বর্গফুট

পুরো জমির পরিমাণ = ১৩ কাঠা

তাই, D-9 অ্যাপার্টমেন্টের সমানুপাতিক জমির পরিমাণ

= ( পুরো জমির পরিমাণ ১৩ কাঠা / পুরো কনস্ট্রাকশন এলাকা ৫১,৫০০ বর্গফুট ) * D-9 অ্যাপার্টমেন্ট ৩,৩০০ বর্গফুট

= ০.৮৩৩ বর্গফুট

এর মাধ্যমে আপনি সহজেই বের করতে পারবেন আপনার সমানুপাতিক জমির পরিমাণ কতটুকু হবে। একটা অ্যাপার্টমেন্ট কেনার খরচ যেহেতু অনেক বেশী, তাই আগে থেকেই হিসাব করে নিন ,যাতে পরে আর আফসোস করতে না হয়।

বাড়ি কেনার সময় যে বিষয়গুলো বিবেচনা করবেন

বাড়ি কেনার জন্য চেকলিস্টঃ
  1. একটি বাজেট নির্ধারণ করুন। এতে আপনি ধরে নিতে পারবেন আপনি কি ধরণের বাড়ি এবং কোন এলাকায় তা কিনতে পারবেন। আপনার বাজেট তৈরি করার আগে শুধু বাড়ির মূল্য বা মর্টগেজ পেমেন্টই নয়, অন্যান্য সব খরচাদির কথাও বিবেচনায় রাখতে হবে যেমন বাসা মেরামত খরচ, রক্ষণাবেক্ষণ খরচ ইত্যাদি।
  2. আপনার বিভিন্ন ফাইনান্সিয়ালস এর ব্যাপারে খেয়াল রাখুন। নিজের এক কপি ক্রেডিট রিপোর্ট নিন যাতে আপনি জানতে পারেন আপনার ঋণদাতারা কি দেখতে পাবে।
  3. এর মধ্যে ঠিক করে নিন কোথায় বাড়ি কিনবেন। যেমন, ঢাকার ক্ষেত্রে গুলশান-বনানী এলাকা বেশ উন্নত এবং বাণিজ্যিক-ভাবে এগিয়ে। আপনার চাহিদা ( যেমনঃ মূল্য, বিভিন্ন সুবিধা ) অনুযায়ী ঠিক করে নিন কেমন দামের বাড়ি কিনবেন।

বিভিন্ন প্রপার্টির খোঁজ করা শুরু করুন। আপনি বিভিন্ন পরিচিত লোকদের জিজ্ঞেস করে দেখতে পারেন, নানা প্রফেশনালদের উপদেশ নিতে পারেন এমনকি অনলাইনেও চেক করতে পারেন, যেমন আমাদের নিজস্ব সাইট যা এই কাজ সহজ করে দিতে পারে। কয়েকটি বেছে নেওয়ার পর ঠিক করে নিন নিজে গিয়ে এই প্রপার্টিগুলো দেখে নিন আর যদি মনে হয় কোনটা আপনার সম্ভাব্য বাড়ি হতে পারে, তখন রিয়েল এস্টেট এজেন্ট এর সাথে যোগাযোগ করুন।

  1. পরিবেশ আর বিভিন্ন প্রতিবেশীদের বিবেচনা করে আপনার পছন্দের প্রপার্টি বেছে নেওয়ার পর রিয়েল এস্টেট এজেন্টের সাথে বিভিন্ন বিল, মূল্য, সুবিধা আর বাড়ির বর্তমান অবস্থার ব্যাপারে জিজ্ঞেস করে নিন। আর কোন কারণে যদি আপনার মন মত কিছু না মিলে, তাহলে ঐ প্রপার্টির কথা ছেড়ে দিতে দ্বিধাবোধ করবেন না।
  2. অবশেষে, যদি সবকিছু ঠিকঠাক হয়ে যায়, তাহলে বাড়ি কিনে নেয়ার আগে কিছু সই করার আগে অবশ্যই সবকিছু ঠিকভাবে পরে নিন। এছাড়াও, কিনার পূর্বে বাড়িটি একজন প্রফেশনালকে দিয়ে যেকোনো ধরণের ক্ষতি বা লিক-এর জন্য চেক করিয়ে নিন।
রিয়েল স্টেট হাউস ক্রেতার টিপসঃ  
  • কোন কাগজপত্র সই করবেন না ( চুক্তির দলিল বা শর্তাবলীসহ কোন আবেদন )। এমনকি যখন কোন বুকিং-এর টাকা জমা দিচ্ছেন, কিন্তু অবশ্যই টাকার রিসিপ্ট নিবেন। কোন ফাঁকা চেক কখনই সই করবেন না।
  • কোন দলিল সই করার আগে কখনো কোন টাকা দিবেন না ( ডাউন পেমেন্ট বা ইন্স্‌টলমেন্ট )। আপনার সেলস অফিসারের ( এজেন্ট ) কাছে আপনি দলিলের ড্রাফট দেখার জন্য কিছু সময় চেয়ে নিন। বুকিং টাকা জমা না দিলেই তিনি আপনার জন্য সবচেয়ে উপকারী হবে। মনে রাখবেন ( আপনি যত টাকা দিবেন, ততটাই আপনি নিয়ন্ত্রণ হারাবেন আর ততটাই বেশি নিয়ন্ত্রণ ডেভেলপার পাবে )। টাকা ফেরত পাওয়া কোন সহজ কাজ নয়।

আপনার যত সময় প্রয়োজন, নিন। অভিজ্ঞ কোন লোকের উপদেশ নিয়ে দলিলের প্রতিটি লাইন আর অক্ষর বুঝে নিন, বিশেষ করে লম্বা লাইনগুলো ( এগুলো উদ্দেশ্যমূলক আর ফাঁদ হতে পারে )। অবশ্যই এই ব্যাপারগুলোর উপর বেশি খেয়াল দিবেন ।

  • প্রপার্টির আইনি বিবরণঃ

খেয়াল রাখুন এইটাতে ঠিকানা, আয়তন, জমির অধিকার, কমন স্পেস আর পরিকাঠামোর ব্যাপারে ঠিকভাবে উল্লেখ করা আছে কি না।

  • চুক্তির নীতিঃ

এ রকম কিছু নীতিমালাতে থাকা উচিত – “ক্রেতা প্রপার্টির মালিক। যদি কোন ধারা বা উপধারা ভঙ্গ হয়, তবে এই নীতিমালা খারিজ হবে”।

  • একমাত্র মালিকঃ

ডেভেলপার (বিক্রেতা) এখানে এই জামিন দিবেন যে কর্তৃত্বের সম্পূর্ণ অধিকার এবং কর্তৃপক্ষের মালিকানাধীন একমাত্র তার; আর সড়ক, খোলা স্থান, ইউটিলিটি অবকাঠামো, বিল্ডিং/ অ্যাপার্টমেন্ট ক্রেতার কাছে বিক্রয় ও অধিকার মীমাংসা বা হস্তান্তরের অধিকার তাদের এবং অন্য কোন ব্যক্তি, পক্ষ বা যে কেউ এই রিয়েল এস্টেট এর কোন দাবী, অধিকার, শিরোনাম, স্বার্থ রাখেন না।

  • মূল্যঃ

চুক্তিমালাতে ভবিষ্যতে কোন ধরণের মূল্যবৃদ্ধির কথা বলা থাকবে না ( যদি আপনি চান, তাহলে থাকতে পারে )।

  • পেমেন্টের সময়ঃ

আপনার ব্যবস্থা বিবেচনা করে সময় ঠিক করুন। পেমেন্ট বিলম্বের ( ডিফল্ট )  ক্ষতিপূরণের কথা মনে রাখুন।

  • হস্তান্তর / বিতরণ বিলম্বের জন্য ক্ষতিপূরণঃ

আপনার ব্যাংক লোন বা অন্য যেকোনো ক্ষতি বা হস্তান্তর / বিতরণ বিলম্বের জন্য ক্ষতিপূরণের কথা বিবেচনা করুন ।যেমনঃ নীতিমালায় প্রতি মাসে দেওয়া টাকার কত শতাংশ দিতে হয়। আপনাকে দেওয়া অতিরিক্ত সময়ের কথা মনে রাখবেন, পারলে এই সময় পার হতে দিবেন না আর দিলেও তা সামান্য রাখবেন।

  • ব্যবস্থাপনা চুক্তিঃ

চুক্তির নীতি হবে “ক্রয়কারীরা বিল্ডিং / শহর মালিক এবং এটি পরিচালনা করার পূর্ণ কর্তৃত্ব আছে”,
এবং ইউটিলিটি এবং রক্ষণাবেক্ষণ সহ সব ধরণের চার্জই কেবল খরচ এবং এই খরচ যাচাইযোগ্য।

  • নথি, চুক্তির অংশঃ

সরকারী কর্তৃপক্ষ ( রাজউক ) কর্তৃক অনুমোদিত লেআউট, পরিকল্পনা, স্পেসিফিকেশন এবং ভূমি পরিমাপ অন্তর্ভূক্ত করুন যেখানে ভবিষ্যতে ক্রয়কারীসহ অন্যান্য ক্রয়কারীগুলির জন্য সম্পত্তি উল্লেখ করা আছে।

  • হস্তান্তর তারিখঃ

গ্রেস পিরিয়ড থাকা সত্ত্বেও একটি শেষ সময় উল্লেখ থাকতে হবে।

  • রিফান্ডঃ

যদি ক্রেতা কর্তৃক ত্যাগ বা ডেভেলপার কর্তৃক বাতিল বা প্রজেক্ট পরিত্যাগ করা হয়ঃ সবার সাথে সামঞ্জস্য রাখতে এই তিনটি পন্থা অবলম্বন করা যাবে।যেমনঃ মোট টাকার একটি নির্দিষ্ট শতাংশ।

  • ফেরত বিলম্বে ক্ষতিপূরণের ধারাঃ

এটা হস্তান্তর / বিতরণ বিলম্বের জন্য ক্ষতিপূরণের মতই হতে পারে।