সিঁড়ি বিল্ডিং এর এমন অংশ যা ফ্লোর বা ছাদ পরিবর্তনের মাধ্যম। অনেকেই ভেবে থাকেন যে একটা ভবন নির্মাণের ক্ষেত্রে সিঁড়ি নির্মাণ সম্ভবত সহজ কাজগুলোর মধ্যে একটি। আসলে তা নয়। ভবনের সিঁড়ি নির্মাণ সবচেয়ে ঝমেলাপূর্ণ কাজগুলোর মধ্যে একটি। তাই সিঁড়ি নির্মাণের সময় যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হয়। এর বিস্তারিত তথ্য নিচে দেওয়া হয়েছে। তবে শুরুতেই আসুন জেনে নেওয়া যাক, সিঁড়ির বিভিন্ন অংশ কি কিঃ
সিঁড়ির বিভিন্ন অংশ-
- ট্রেড
- রাইজ
- ল্যান্ডিং
- নোজিং
- ফ্লাইট
- হ্যান্ড রেইল
- ওয়েন্ট স্ল্যাব
- ল্যান্ডিং বীম
- ফ্লোর বীম
- নিউওয়েল পোস্ট
- সেফটি
- ওয়ান্ডার
- কাটেইল স্টেপ
- ফ্লায়ার
সিঁড়ির প্রকারভেদ-
- কাঠের
- স্টিলের
- কংক্রিটের
সিঁড়ির অবস্থান-
- পাবলিক বিল্ডিং এর ক্ষেত্রে প্রধান প্রবেশদ্বারের কাছাকাছি।
- বাড়ির ক্ষেত্রে সিঁড়ি এমন অবস্থানে হতে হবে যেন সবগুলো ঘর বা কক্ষ থেকে সহজে বের হওয়া যায়।
- বাড়িতে গোপনীয়তা বজায় থাকে।
- পর্যাপ্ত আলো-বাতাস প্রবেশ করে।
সিঁড়ির প্রশস্ততা-
- ফ্লাইট দৈর্ঘ্য সাধারণত ৩ স্টেপ থেকে ১২ স্টেপ পর্যন্ত হতে পারে
- পিচ কোন সর্বনিম্ন ২৫০-সর্বোচ্চ ৪০০
- রাইজ ৬-৭ ইঞ্চি
- ট্রেড ১০-১২ ইঞ্চি