একটি বিশেষ লক্ষ্য সামনে রেখে আমাদের যাত্রা শুরু হয়। আমাদের দেশে সাধারণ
মানুষের মাঝে নির্মাণ সংক্রান্ত জ্ঞানের ঘাটতি তাদেরেকে ঠিকাদারের ওপর
পরিপূর্ণ নির্ভরশীল করে তুলেছে।
বাড়ি
বানাতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য একটি পরিপূর্ণ ওয়েব পোর্টাল- হোম বিল্ডার্স
ক্লাব। একটি বাড়ি নির্মাণের পেছনে জড়িয়ে থাকে হাজারও গল্প। তবে বাড়ি তৈরি
করতে গিয়ে পদে পদে নানা ধরণের প্রতিবন্ধকতার মুখোমুখি হই আমরা। এর মূল কারণ
হচ্ছে সাধারণ মানুষের মাঝে বাড়ি তৈরির নিয়ম নীতি সম্পর্কে ধারণার অভাব।
সেই অভাব পূরণের লক্ষ্যে যাত্রা শুরু করেছে হোম বিল্ডার্স ক্লাব। আমাদের
রয়েছে একদল দক্ষ বিশেষজ্ঞ প্যানেল। এখানে আপনি একটি বাড়ি তৈরির যাবতীয়
তথ্য, পরামর্শ ও সাহায্য পাবেন।
আমাদের লক্ষ্য হলো এমন একটি তথ্য ভাণ্ডার গড়ে তোলা, যেখানে মানুষ বাড়ি নির্মাণ সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে পারবে সহজেই। পাশাপাশি যেকোনো সমস্যা নিয়ে প্রশ্ন করতে পারবে যে কেউই। বিশেষজ্ঞরা থাকবেন তাদের প্রশ্নের জবাব দেবার জন্য।
উদ্দেশ্য
বাড়ি নির্মাণ সংক্রান্ত দরকারি তথ্য না জানার কারণে আমরা প্রায়শই বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে থাকি, সম্মুখীন হই নানা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির। অনেক ক্ষেত্রেই অতিরিক্ত খরচ হয়ে যায়, গুণতে হয় প্রয়োজনের থেকে কয়েকগুণ বেশি মাশুল, পোহাতে হয় নানা রকম হয়রানি। স্বপ্নের বাড়ি নির্মাণে এসব সমস্যা যেন সবাই এড়িয়ে চলতে পারে, সেজন্যই আমরা বাড়ি নির্মাণ সংক্রান্ত তথ্যের একটি হেল্প সেন্টার গড়ে তুলতে চাই।
বর্তমানে হোম বিল্ডার্স ক্লাবের মাধ্যমে আমরা সারা দেশে আমাদের কার্যক্রম শুরু করেছি। দেশে সমস্ত বাড়ি নির্মাণ সামগ্রীর ডিলারদের তালিকা করেছি ইতিমধ্যে। আমাদের ডিরেক্টরিতে সে সমস্ত তথ্য পাওয়া যাবে। এছাড়াও, ঘর নির্মাণের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি পদক্ষেপে আমাদের যে প্রক্রিয়াগুলো অতিক্রম করতে হবে তা ওয়েবসাইটে বিস্তারিতভাবে দেয়া হয়েছে। আমাদের একটি দক্ষ বিশেষজ্ঞ প্যানেলও রয়েছে; আপনার বাড়ি নির্মাণ সংক্রান্ত যেকোনো সমস্যা নিয়ে আমাদের কাছে প্রশ্ন করতে পারেন। আমাদের দক্ষ বিশেষজ্ঞ প্যানেল তার উত্তর দেবেন একদম বিনামূল্যে।
ভবিষ্যতে আমরা আমাদের কার্যক্রম শুধুমাত্র অনলাইনে ধরে রাখতে চাই না। আমাদের পরিকল্পনা রয়েছে এটিকে পরিপূর্ণ একটি ক্লাবে রূপ দেবার। যারা বাড়ি বানিয়েছেন এবং যারা আগামীতে বাড়ি নির্মাণ করতে ইচ্ছুক- সবাই একত্রিত হবেন সেখানে। তারা পরস্পর মত বিনিময়ের মাধ্যমে একে অপরকে সাহায্য করতে পারবে। আমরাও আমাদের পক্ষ থেকে মানুষের মাঝে বাড়ি নির্মাণের সঠিক ধারণা ছড়িয়ে দিতে সচেষ্ট হব। ফলে বাড়ি নির্মাণের সময় যে ভুলগুলো মানুষ করে থাকে, তা আর করবে না। ন্যায্য দামে সঠিক বাড়ি-নির্মাণ সামগ্রী কিনতে পারবে এবং সার্বিকভাবে লাভবান হবে। তাছাড়া আমরা আমাদের হোম বিল্ডার্স ডিরেক্টরিতে সারা দেশে বাড়ি-নির্মাণের সাথে সম্পর্কিত সকল ডিলারকে অন্তর্ভুক্ত করতে চাই। ফলে মানুষ চাইলে যেকোনো সময় তার আশেপাশের ডিলারকে খুঁজে বের করতে পারবে।