বাড়ি রঙ করা
প্লাস্টারের ওপর সাধারণত রঙ করা হয়। বাড়ির বাইরের দেওয়ালে রঙ করতে চাইলে মাথায় রাখুন আবহাওয়া। বাইরের দেওয়ালে রং করার জন্য গ্রীষ্মকাল সবচেয়ে উপযোগী। ভেতরের দেওয়ালে বছরের যে কোন সময় রঙ করাতে পারেন। চাইলে বর্ষাকালে ও ভেতরের দেওয়ালে রঙ করা যায়। বাড়িতে রঙ করার পদ্ধতি নিম্নে দেওয়া হলো-
• প্রথমবার রঙ করানোর ক্ষেত্রে সিমেন্টের আস্তরের ৯০ দিন পর সিলার ব্যবহার করুন। সিমেন্টের আস্তরন পুরোপুরি শুকাতে তিন মাস সময় লাগে।
• দেওয়াল খুব ভাল করে শুকিয়ে গেলে ভেতরের দেওয়ালে সিলার ব্যবহার করুন। এতে দেওয়াল মসৃণ হবে।
• দেওয়ালে আরো মসৃণতা আনতে পুডিং প্রলেপ দিন। পুডিং ব্যবহার করার আগে পানি দিয়ে দেওয়াল ভিজিয়ে নিন। খরচ কমাতে চাইলে পুডিংয়ের পরিবর্তে তিন কোট রং অর্থাৎ, তিনবার রঙের প্রলেপ দিলেও দেওয়াল মসৃণ হবে।
• দেওয়ালে রঙ করার আগে পাথর দিয়ে দেওয়াল ভালভাবে ঘষে নিতে হবে।
• প্রাইমারি কোট শুকানোর পর সেকেন্ডারি কোট ব্যবহার করুন এবং সেকেন্ডারি কোট ভালভাবে শুকালে তারপর টারশিয়ারি বা ফাইনাল কোট রঙ দেওয়া উচিত।
• পুরানো বাড়ির ক্ষেত্রে বাইরের দেওয়াল তিন বছর পর পর রঙ করা উচিত। ভেতরের দেওয়ালের রঙ সাধারণত পাঁচ বছর পর্যন্ত উজ্জ্বল থাকে।
• পুরানো বাড়ির বাইরের দেওয়ালে রঙ করার আগে ছত্রাকগুলোকে চেঁছে তুলে ফেলতে হবে, তারপর দেওয়ালে অ্যান্টি-ফাঙ্গাশ সলিউশন ব্যবহার করুন। এতে দেওয়ালের রঙ দীর্ঘস্থায়ী হবে।
• বাড়ির ভেতরের দেওয়ালের জন্য সাধারণত ডিসটেম্পার ও প্লাষ্টিক পেইন্ট এই দুই ধরণের রঙ ব্যবহার হয়।
• বাইরের দেওয়ালে আবহাওয়ার প্রভাব থাকে, তাই এখানে ব্যবহার করুন অ্যাক্রেলিক ইমালশন।
বাড়ির ভেতরে রঙ করা
ডিসটেম্পারঃ ইট, কংক্রিট ও প্লাস্টারের ওপর ডিসটেম্পার করা হয়। বিভিন্ন ধরনের ডিসটেম্পার, যেমন- অ্যাক্রেলিক, সিনথেটিক, ড্রাই ইত্যাদি। অ্যাক্রেলিক ডিসটেম্পার পানি দিয়ে ধোঁয়া যায়। কিন্তু সিনথেটিক ও ড্রাই ডিসটেম্পার পানি দিয়ে ধোঁয়া যায় না।
প্লাস্টিক পেইন্টঃ প্লাস্টিক ইমালশন নামেই বেশি পরিচিত। পানি ভিত্তিক রঙ, যা দীর্ঘস্থায়ী ও ধোঁয়া যায়। প্লাস্টিক পেইন্ট তিন ধরণের- রেগুলার, ইকোনমিক ও প্রিমিয়াম ইমালশন।
বাড়ির বাইরের দিকে
বাড়ির বাইরের দিকে আবহাওয়ার প্রভাব থাকে। তাই বাড়ির ভেতরের থেকে বাইরের রঙ ভিন্ন হয়।
সিমেন্ট পেইন্টঃ পানি বেজড রঙ।
অ্যাক্রেলিক ইমালশনঃ বেশি ব্যবহৃত রঙ এবং দীর্ঘস্থায়ী ও ধোঁয়া যায়।
টেক্সার প্লাস্টারঃ এটা ইমালশন ভিত্তিক রঙ। এতে পানির বদলে ইমালশন ব্যবহার করা হয়।