বিদ্যুৎ সংযোগ নেওয়ার জন্য
• প্রথমে বিদ্যুৎ কর্তৃপক্ষের অফিস বা ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম সংগ্রহ করুন
• ফর্ম সঠিকভাবে পূরণ করে তা প্রয়োজনীয় দলিলপত্রের সাথে জমা দিন
প্রয়োজনীয় দলিলগুলো হচ্ছে:
• আপনার সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি
• জমির মালিকানা দলিলের সত্যায়িত কপি
• রাজউক বা সিটি কর্পোরেশন বা পৌরসভা অনুমোদিত প্ল্যানের কপি
• অনুমোদিত হোল্ডিং নম্বর আর নামজারি কাগজের বা মিউটেশন ফর্মের সত্যায়িত কপি।
• যেখানে সংযোগ দেওয়া হবে, মানে আপনার বাড়িটি, যেন সহজে খুঁজে পাওয়া যায় সেজন্য লোকেশন ম্যাপ ( হাতে আঁকা হলেও চলবে )
• আপনার কাগজপত্র নির্ভুলভাবে জমা দেওয়ার পর আপনার বাড়িতে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা হবে। বিদ্যুৎ সংযোগের ব্যাপারে আরো জানতে বিদ্যুৎ কর্তৃপক্ষের অফিস বা ওয়েবসাইট ভিজিট করুন।
• উঁচু বিল্ডিং এর ক্ষেত্রে অনেক সময় দালানের নীচতলাতে আলাদা জায়গা বরাদ্ধ রাখা হয় গ্যাস সিলিন্ডারের জন্য। সেক্ষেত্রে সিলিন্ডার আর উপরে উঠানোর প্রয়োজন হয় না। তবে এক্ষেত্রে বাড়ি নির্মাণের আগে প্ল্যানের সময়ই এই ব্যবস্থা রাখতে হয়।