Have any question?
Call Now: 01708158112 Email: info@homebuildersclub.org

নির্মাণ কাজে কি কি যন্ত্রপাতির প্রয়োজন ? এবং এদের ব্যবহার

নির্মাণ কাজের সাইটে প্রয়োজনীয় যন্ত্রপাতি-
•    সাইট অফিস সরঞ্জামসমূহ যেমন- টেলিফোন, ক্যালকুলেটর, খাতা, পেন্সিল, ইঞ্জিনিয়ারের সাইট অর্ডার বই ইত্যাদি।
•    সার্ভে কাজের জন্য মেশিনসমূহ- লেভেল মেশিন, থিউডোলাইট মেশিন, মেজারিং টেপ-বড় ও ছোট ফিতার টেপ ইত্যাদি
•    মালামাল বহনের মেশিনসমূহ- ট্রাক, পিক-আপ, ভ্যান ইত্যাদি
নির্মাণ কাজের যন্ত্রপাতিসমূহ –
১) ছোট যন্ত্রপাতি –
ক)     পাথর এবং বালু মাপার ফেরা / বক্স প্রয়োজন,
খ)      কনক্রিট টেষ্টের জন্য সিলিন্ডার প্রয়োজন,
গ)      কনক্রিট স্লাম টেষ্ট পরীক্ষার জন্য স্লাম টেষ্ট কোণ (চোঙা) প্রয়োজন,
ঘ)      পানি মাপার জন্য মগ (৫ লিটার আয়তনের) প্রয়োজন,
ঙ)      পানির পাম্প,
চ)      ব্যালচা, কোদাল, সাপল, হাঁতুড়ি, কড়াই, ওলন, কর্ণি, বাশুলি ইতাদি।
২) বড় যন্ত্রপাতি-
নির্মাণ কাজে ব্যবহৃত যন্ত্রপাতি :
মাটি খনন মেশিন :
এই ধরণের মেশিন মাটি খনন করার জন্য ব্যবহৃত হয়। সাধারণত অল্প গভীরতা ও প্রস্থের ক্ষেত্রে শ্রমিকরা কোদাল দিয়ে মাটি খনন করে। কিন্তু বড় বড় প্রজেক্টে অর্থাৎ, যেখানে অনেক গভীরতার মাটি কাটতে হয় সেক্ষেত্রে এসব যন্ত্রপাতি ব্যবহার করা হয়।
বিভিন্ন ধরণের মাটি খননকারী যন্ত্রের মধ্যে রয়েছে –
             স্ক্র্যাপার (Scraper)
             পাওয়ার শোভেল (Power Shovel)
             ড্রাগ লাইন (Drag Line)
 
মাটি দৃঢ়করণ যন্ত্র (Earth Compaction Equipment) :
মাটি দৃঢ়করণ যন্ত্রকে রোলার বলে। মাটি চাপানো, লেভেলিং করা ইত্যাদি কাজে রোলার ব্যবহৃত হয়। এটি বৈদ্যুতিক বা জ্বালানী শক্তিতে চলে।
বিভিন্ন ধরণের রোলার আছে । যেমন –
- স্মূথ হুইল, রোলার (Smooth Wheel Roller)
- শিপ ফুট রোলার (Sheep Foot Roller)
- নিউসেটিক টাবার (Pneumatictyned Roller)
- ভাইব্রেটর রোলার (Vibrator Roller )
 
মালামাল পরিবহন যন্ত্রপাতি (Hauling Equipment) :
নির্মাণ সামগ্রী, মালামাল পরিবহনের কাজে এ সকল যন্ত্রপাতি ব্যবহৃত হয়।
এ সকল যন্ত্রের মাঝে রয়েছে –
- ট্রাক (Truck)
- ডাম্প ট্রাক (Dump Truck)
- ডাম্পার (Dumper)
-ক্যাবল ওয়ে (Cable Way)
- ট্রিপার (Tripper)
ব্যবহার :
১. নির্মাণস্থলের বাহির থেকে মালামাল আনার জন্য ব্যবহৃত হয়।
২. নির্মাণস্থলের মাটি বা ধ্বংসাবশেষ স্থানান্তরিত করা হয়।
 
কনভেয়র (Conveyor) :
নির্মাণ প্রকল্পে অভ্যন্তরে নির্মাণ সামগ্রী বহন স্থানান্তরের জন্য কনভেয়র ব্যবহৃত হয়। অনেক বড় নির্মাণ কাজের পরিসরে নির্মাণ সামগ্রী অতি অল্প আয়াসেই কনভেয়রের সাহায্যে স্থানান্তরিত সম্ভব।
এটি বিভিন্ন প্রকার হতে পারে –
-  বেল্ট কনভেয়র (Belt Conveyor)
-  শেকার কনভেয়র (Shaker Conveyor)
-  স্ক্যাপার চেইন (Scraper Chain)
 
উত্তোলক যন্ত্র (Hoisting Equipment)  :
এসব যন্ত্রের সাহায্যে নির্মাণ সামগ্রী মালামাল উপরে উঠানো হয়। বড় প্রজেক্টে অথবা উঁচু বহুতল ইমারত নির্মাণ সামগ্রী, মালামাল উঠানামা করার জন্য এটি ব্যবহৃত হয়।
বিভিন্ন উত্তোলক যন্ত্রের মধ্যে রয়েছে :
- পুলি (Pule)
- চেইন হোয়েস্ট (Chain Hoist)
- চেইন উইনচ (Chain Winch)
- ক্রেন (Crane)
 
ডিওয়াটারিং যন্ত্র (Dewatering Machine)
ইমারত, বিভিন্ন স্থাপনা নির্মাণ নির্মাণ খাতে মাটি কেটে গর্ত করতে হয়। সেক্ষেত্রে গর্তের ঢাল রক্ষার জন্য সেই স্থানকে শুষ্ক করতে হয়। নির্মাণ সাইটে জমে থাকা পানি নিষ্কাশনের এই যান্ত্রিক পদ্ধতি হলো ডিওয়াটারিং।
ডিওয়াটারিং এর জন্য বিভিন্ন পদ্ধতি গ্রহণ করা  হয়। যেমন :
- পরিখা ও সাম্প নির্মাণ (Construction of sumps & ditches)
- ডিপ ওয়েল সাম্প (Deep well sump)
- ডিপ ওয়েল ড্রেনেজ (Deep well Drainage)
- ওয়েল পয়েন্ট পদ্ধতি (Well point system)
- আনুভূমিক ড্রেনেজ পদ্ধতি (Horizontal Drainage System)
 
ব্যবহার :
১. নির্মাণস্থল শুষ্ক  রাখবে পানি চুঁয়ানো (Seepage)  রোধ করে।
২. খননকৃত ঢালের স্থায়িত্ব রোধ করে
৩. গর্তের তলদেশের ভাঙ্গন রোধ করে
৪. পিটিং ব্রেসিং (Sheeting & Bracing)  এর উপর পার্শ্বচাপ হ্রাস করে।
৫. টানেলে বায়ুচাপ হ্রাস করে।
 
পাম্পিং যন্ত্র (Pumping Machine)  :
নির্মাণ কাজে পানির সরবরাহ নিশ্চিত করার জন্য পাম্পের ব্যবহার বহুল প্রচলিত। পাম্বের সাহায্যে ভূ-গর্ভস্থ স্তর থেকে পানি উত্তোলন করাকে বলে পাম্পিং ।
ব্যবহার :
১. নির্মাণ কাজে পানি সরবরাহ নিশ্চিত করার জন্য
২. ভিত্তির প্রাউটিং এর জন্য
৩. রাস্কার ড্রামের ডিওয়াটারিং এর জন্য
 
চূর্ণকারী যন্ত্র (Machine)  :
কনক্রিট মিক্সিং এর জন্য বড় বড় পাথর, বোল্ডার, ইট ভেঙ্গে ছোট, সুষম আকার প্রদান করার জন্য চূর্ণকারী যন্ত্র ব্যবহার করা হয়। বৃহদাকৃতির শক্ত পাথরকে চাপ প্রয়োগে নরম-মাঝারি আকৃতির পাথরকে আঘাত করে, সুরকি বা বালি তৈরী করা হয় ঘর্ষণের মাধ্যমে। সাধারণত, জ্য ক্রাশার (Jaw Crusher)  এর মাধ্যমে এটি করা হয়।
 
কনক্রিট মিক্সার মেশিন (Concrete Mixer Machine)  :
কনক্রিটের সকল উপকরণ (সিমেন্ট, বালু, খোয়া, পানি ইত্যাদি) একত্রে মিশ্রিত করে নির্দিষ্ট ঘনত্বের মিশ্রণ তৈরীর জন্য এই মেশিন ব্যবহার করা হয়। এর সাহায্যে অত্যন্ত উন্নতমানের কনক্রিট তৈরী করা যায়।
মেশিনটি চালাতে ৩-৪.৫ অশ্বশক্তির পেট্রোল বা ডিজেল চালিত ইঞ্জিন বা ইলেকট্রিক মোটর ব্যবহার করা হয়। ড্রামটি প্রতি মিনিটে ১৮-২০ বার ঘুরে।
ব্যবহারের উপকারিতা :
১.   এতে প্রস্তুতকৃত কনক্রিট মিশ্রণের প্রতিটি অংশে উপাদানগুলো সঠিক ভাবে মিশ্রিত হয় ফলে সুষম-সমসত্ত্ব মিশ্রণ পাওয়া যায়।
২.   বড় বড় ঢালাইয়ে একসাথে অনেক কনক্রিটের প্রয়োজন হয়। সেখানে এটি অধিক কার্যকর এটি ব্যবহারের কম লোক বলের প্রয়োজন হয়।
 
কনক্রিট উত্তোলক মেশিন (Concrete Hoisting Machine)  :
বড় প্রজেক্টে উঁচু ইমারতের নির্মাণ কাজে ঢালাইয়ের সময় কনক্রিট স্বয়ংক্রিয়ভাবে উপরে উত্তোলন করা হয়। এতে ক্রেন, হোয়িস্ট বা স্কিপ ব্যবহার করা হয়।
এতে ডেরিক এবং মোবাইল ক্রেন থাকে। হুইলার ক্রেনের ২৪ মিটার বুম প্রায়  ৪০ টন মালামাল উঠাতে পারে।
 
ভাইব্রেটরী যন্ত্র (Vibratory Machine)  :
ঢালাইয়ের কাজে কনক্রিট স্থাপনের পর নির্দিষ্ট আকার দান করা হয়। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল দৃঢ়করণ (Compaction)। এই কাজে ডাইব্রেটর ব্যবহার করা হয়। যে কনক্রিটের ন্যূনতম  ৫%  শূন্যস্থান (Void)  থাকে, তার শক্তি (Strength)  প্রায় ৩০% কমে যায়।
 
প্রয়োজনীয়তা :
১.  কনক্রিটের মাঝ থেকে ভয়েড দূর করে কনক্রিটকে দৃঢ় করা
২.  সেগ্রিগেশন (Segregation)  হতে না দেওয়া
৩.  কনক্রিটকে সর্বোচ্চ শক্তি প্রদান করা
৪.  অল্প লোক বলের প্রয়োজন হয়। সমতল ও সুষম তলদেশ প্রদান করা বিভিন্ন ধরণের ভাইব্রেটর আছে, যেমন-হ্যান্ড কম্পাকশন রডিং (Rodding),  টেম্পিং (Temping)  এর সাহায্যে কম্পাকশন করা হয়।