নতুন বিল্ডিং এ গ্যাসের লাইন নেওয়াটা খুব ঝামেলার কাজ। প্রসেসটা ও বেশ সময় সাপেক্ষ। তাই আগে থেকে এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ শুরু করতে হয়। বিল্ডিং বানানোর পর গ্যাসের লাইন নেওয়ার চেষ্টা করলে আরও দেরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য যা যা করতে হবে তা নিন্মরূপঃ
গ্যাসের লাইন নেওয়ার প্রসেস
গ্যাস সংযোগ নেওয়ার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবেঃ
• আপনার কাছাকাছি কোন গ্যাস কর্তৃপক্ষের অফিস থেকে আবেদন ফর্ম সংগ্রহ করুন ।
• অফিসে এনলিস্টেড কনট্র্যাকটর পাওয়া যাবে। তাদেও একজনের সাথে যোগাযোগ করুন ।
• ফর্ম সঠিক ভাবে পূরণ করে জমা দিন। ফর্মে কনট্র্যাকটরের নাম উল্লেখ করতে ভুলবেন না ।
• ফর্মের সাথে আপনার জমির দলিল, খতিয়ান আর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিন ।
• এই ধাপগুলো সঠিকভাবে শেষ হলে কনট্র্যাকটর আপনার বাড়িতে গ্যাস সংযোগ দেওয়ার ব্যবস্থা করবেন ।