পানির লাইন নেওয়ার প্রসেস একটু সময় সাপেক্ষ হয়ে থাকে। এই জন্য সময় বেশি লাগতে পারে। তাই আমাদের পরামর্শ হচ্ছে- বাড়ি নির্মাণ প্রক্রিয়া শেষ হওয়ার একটু আগে থেকেই পানির লাইন নেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া শুরু করে দিন। এই জন্য যা করতে হবে তা নিচে দেওয়া হলো ঃ
বাড়িতে পানি সংযোগ নিতে হলে আপনার যা যা করতে হবে ঃ
ওয়াসা অফিস থেকে পানি সংযোগের ফর্ম সংগ্রহ করুন। ফর্মটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রের সাথে জমা দিন। যে কাগজপত্র লাগবে সেগুলো হচ্ছে –
• আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
• জমির খতিয়ানের কপি
• যেখানে সংযোগ দেওয়া হবে, মানে আপনার বাড়িটি, যেন সহজে খুঁজে পাওয়া যায় সেজন্য লোকেশন ম্যাপ (হাতে আঁকা হলেও চলবে)
অন্যান্য ফর্ম আর কাগজপত্র জমা দেওয়ার পর ওয়াসা সেগুলো প্রসেস করতে কিছু সময় নেবে। প্রসেসিং শেষে আপনার নামে ডিমান্ড নোট ইস্যু করা হবে, ডিমান্ড নোট অনুসারে নির্ধারিত ফি ব্যাংকে জমা দিন।
পানি সংযোগের জন্য রাস্তায় খনন কাজের প্রয়োজন হতে পারে। সে ক্ষেত্রে আপনার রাজউক বা সিটি করপোরেশন বা পৌরসভার কাছ থেকে অনুমতি নিতে হবে।
কি ধরণের পাইপ ব্যবহার করা উচিত ?
মেইন লাইন থেকে বাড়ির ভেতরে পানির লাইন নেওয়ার সময় ভালো ও মজবুত পাইপ কেনা উচিত।কারণ, যদি কোন কারণে পাইপ ফেটে যায় ,তাহলে মেরামতের জন্য রাস্তা কাঁটতে হয়। যার অনুমতি ও কার্য সম্পন্ন করা কষ্টকর ও ব্যয়সাধ্য।