প্লাম্বিং এর সময় বিবেচ্য বিষয়সমূহ
পানি সরবরাহ, ড্রেনেজ, স্যানিটেশন ইত্যাদি প্লাম্বিং সার্ভিস নামে পরিচিত। প্লাম্বিং এর কাজ করার সময় বিবেচ্য –
• রাজউক বা সিটি কর্পোরেশন বা পৌরসভা এর নিয়ম কানুন সম্পর্কে ধারণা
• একজন ভাল প্লাম্বার নিয়োগ, যিনি পানি সরবরাহ, ডিস্ট্রিবিউশন পাইপ, স্টোরেজ ট্যাংক, ওয়াশ বেসিন, ওয়াটার ক্লোজেট, ইউরিনাল, ট্যাপ, ভেন্ট পাইপ, সেপটিক ট্যাংক ইত্যাদি সম্পর্কে ভাল ধারণা রাখেন।
• লাইনগুলো ভালভাবে বসছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে।
• লাইনের কোথাও লিকেজ থাকতে পারবে না।