Have any question?
Call Now: 01708158112 Email: info@homebuildersclub.org

প্লাস্টার

প্লাস্টার সম্পর্কে বিস্তারিত তথ্য ঃ
1.    প্লাস্টার কখনও ৪ সুতা বা আধা ইঞ্চি এর বেশি হওয়া উচিত নয়।
2.    প্লাস্টার বেশি পুরু করতে হলে হালকা করে দুই বা তিন স্তরে প্লাস্টার লাগানো উচিত।
3.    প্লাস্টার করার পর বালি ঝরে ( অর্থাৎ, ১ ঘন্টা পর ) গেলে সেটা ব্যবহার করা যাবে না।
4.    প্লাস্টার করার পূর্বে ইটগুলোর গা থেকে ময়লা পরিষ্কার করে নিতে হবে।
5.    সিলিং ভালো করে চিপিং করতে হবে।
6.    শুকনা দেয়ালে প্লাস্টার করলে তা ফেটে যায়।
7.    ইটের দেয়াল পানি দিয়ে সম্পূর্ণরূপে ভিজিয়ে নিতে হবে যাতে দেয়াল প্লাস্টার থেকে পানি শোষণ করতে না পারে।
8.    প্লাস্টার লাগানোর ১৮ ঘন্টা নিয়মিত ভাবে এক সপ্তাহ পর্যন্ত পানি ছিটিয়ে কিউরিং করতে হবে।
9.    ইটের গাঁথুনির কাজ প্লাস্টারের জন্য সাধারণত ১ ভাগ সিমেন্ট ও ৬ ভাগ বালি এবং কংক্রিটের প্লাস্টারের জন্য সাধারণত ১ ভাগ সিমেন্ট ও  ৪ ভাগ বালি  মিশ্রিত করে মশলা বা মর্টার তৈরি করা হয়।