Have any question?
Call Now: 01708158112 Email: info@homebuildersclub.org

সিমেন্ট কি ? সিমেন্টের ধরণ কি কি ?

সিমেন্ট এক ধরণের বাইন্ডিং ম্যাটেরিয়াল যা পানির সংমিশ্রণে কংক্রিট, মর্টার বা মসলা, প্লাস্টার ইত্যাদি বিভিন্ন কাজে বালি এবং খোঁয়ার সংযোগ ঘটায়।
সিমেন্টের ধরণ :
BDS EN 197-1:2003 স্ট্যান্ডার্ড  অনুযায়ী সিমেন্ট মূলত  ৫ (পাঁচ) ধরণের হয়ে থাকে। কিন্তু বাংলাদেশে আমরা সচরাচর ৩ (তিন) ধরণের সিমেন্ট পেয়ে থাকি।
•    সাধারণ পোর্টল্যান্ড সিমেন্ট (Ordinary Portland Cement – CEM I)
•    পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট (Portland Composite Cement – CEM II)
•    ব্লাস্ট ফার্নেস সিমেন্ট (Blast Furnace Cement – CEM III)
এছাড়াও এক্সপোর্টের জন্য  ফ্লাই অ্যাশ সিমেন্ট এবং সৌন্দর্য্য বর্ধন কাজের জন্য হোয়াইট সিমেন্ট  বাংলাদেশে পাওয়া যায়।
বাড়ি নির্মাণের জন্য কি ধরণের সিমেন্ট দরকার?
ল্যাবরেটরিতে সিমেন্ট এর মর্টার পরীক্ষণের মাধ্যমে ২৮ দিনের নূন্যতম মান যদি PCC (A-M অথবা B-M) সিমেন্টের ক্ষেত্রে ৩,৬২০ Psi ও OPC সিমেন্টের ক্ষেত্রে ৪,০৬০ Psi পাওয়া যায় তবে, সেই সিমেন্ট যে কোন নির্মাণ কাজে ব্যবহার করা যাবে।