Have any question?
Call Now: 01708158112 Email: info@homebuildersclub.org

ভাল মানের টাইলস চেনার উপায় কি কি ?

ভাল মানের টাইলস চেনার উপায়-
•    সাইজ ও সেপ সমান
•    কাটা, ফাঁটা বা বাঁকা নয়।
কনক্রিট/সিরামিকস/টাইলস কেনার সময় কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে ?
•    টাইলস কেনার সময় যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে-
•    আপনি যে ধরনের টাইলস কিনবেন তা মার্কেটে যথেষ্ট পরিমাণে থাকতে হবে।
•    টাইলসটি একই প্রোডাকশনে তৈরি হতে হবে। একই প্রোডাকশনের না হলে সাইজ এবং রং এর পরিবর্তন হতে পারে।
•    কয়েকটি টাইলস নিয়ে দেখতে হবে সাইজ এবং রং একই আছে কিনা।
•    ডিজাইন অনুযায়ী টাইলস কেনা হচ্ছে কিনা।