৩ ও ৪ সুতা রড – সাধারণত বাড়ি বা ভবনেরও ছাদে রড হিসাবে ডিজাইনার কর্তৃক ব্যবহৃত হয়।
৫ সুতা বা ততোধিক রড- কলাম , ফাউন্ডেশন ও বিমে ব্যবহৃত হয়।
২ সুতা বা ৩ সুতা রড- ষ্টিরাপ বা টাই রড হিসাবে বিম বা কলামে ব্যবহৃত হয়।
রড কেনার সময় কোন কোন বিষয়ে লক্ষ্য রাখতে হবে ?
রড কেনার সময় নিম্নোক্ত বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে-
1. ডিজাইনার কর্তৃক প্রদত্ত ধরণ ও গ্রেডের রড ঠিক আছে কিনা সেদিকে লক্ষ্য রেখে রড ক্রয় করতে হবে।
2. নির্মাণ কাজের জন্য সাধারণত ১.৫% নিচের কার্বণযুক্ত রড ব্যবহার করা উচিত, সেক্ষেত্রে রড কেনার সময় রড তৈরিতে কি পরিমাণ কার্বণ ব্যবহার করা হয়েছে তা নিশ্চিত হয়ে রড ক্রয় করতে হবে।
3. রড তৈরিতে কি ধরণের লোহা ব্যবহার করা হয়েছে তা নিশ্চিত হয়ে রড ক্রয় করতে হবে।
4. রড ক্রয় করার সময় ডিজাইনার কর্তৃক উল্লেখিত রডের ডায়া ঠিক আছে কিনা তা নিশ্চিত হতে হবে।
5. রড সোজা এবং রডের গায়ে কোন রিবেট্ থাকবে না।
6. রডের গায়ে কোন প্রকার রাস্ট বা মরিচা থাকবে না।
7. রড যেন চ্যাপ্টা না হয়, গোল হতে হবে।